Welcome to SolutionTech24

Welcome to Our Blog "SolutionTech24". Please make a comment after reading the post. Thank you for visiting our blog. You're invited to next visit. Follow us on Facebook

Total Pageviews

Monday, September 1, 2014

On Screen Keyboard For Windows 7 & 8

আমরা জানি কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে কি বোর্ড একটি  গুরুত্বপূর্ণ ডিভাইস। অনেক সময় নানা কারণে আমাদের কি বোর্ড এর কোন কোন বটম ঠিকমত কাজ করে না এতে হয়ত আপনাকে কোন কিছুতে লগইন করতে বা টাইপ করতে ঐ দু একটি বটমের কারনে পুরা কি বোর্ডটি বদলাতে হয়। কিন্তু তাৎক্ষণিক ভাবে আপনি আপনার কি বোর্ডটি না বদলিয়ে আপনার windows এর On Screen Keyboard এর সাহায্যে অতি দ্রুত কাজটি সেরে নিতে পারবেন। কি ভাবে windows এ On Screen Keyboard টি চালু করবেন তা নিম্নে দেখানো হল..

Windows 7এর ক্ষেত্রে: Start > Search Box এ OSK লিখে Search দিলে On Screen Keyboard(OSK) টি শো করবে অথবা মানুয়েলি করতে হলে Start > All program > Accessories >  Ease of Access এ ক্লিক দিলেই আপনার কাঙ্খিত কি বোর্ডটি পেয়ে যাবেন, সেখান থেকে Desktop Shortcut করেও নিয়ে আসতে পারবেন।

 Windows 8এর ক্ষেত্রে: প্রথমে Run Box চালু করুন ( কি বোর্ড এর Windows Bottom +R) সেখানে C:\windows\system32\osk.exe  বা Search Box এ OSK লিখে Search দিন অথবা মানুয়েলি করতে গেলে PC Setting > Ace of Access এ ক্লিক করলেই On Screen Keyboard(OSK) পেয়ে যাবেন, সেখান থেকে Tap on করে নিতে হবে।

No comments: