অনেক সময় আমাদের উভয় পক্ষের Microphone ঠিক থাকা সত্বেও আমরা Skype কারো কারো কথা কখনও শোনা যায় না, কোন কোন ক্ষেত্রে সেটা Skype এর Audio Setting এর কারনে হয়ে থাকে। সে ক্ষেত্রে Audio Setting এ গিয়ে নির্দিষ্ট Microphone সেট করে দিলেই হয়ে যায়।এবার দেখা যাক কি ভাবে Microphone সেট করে দিতে হয়ঃ-
আপনার Headset টি সঠিক জায়গামত computer এ connect করেন
Skype Menu Toolbar > Call > Audio Setting > Microphone (আপনার কথা অপরজন শুনতে না পেলে) এর ডান দিকের এরো চিহ্নে click দিলে সেখানে কম্পিউটারে লাগানো আপনার Microphone টির নাম দেখাবে, সেখানে থেকে Microphone Select করে দিন। মনে রাখবেন ''Automatically Adjust Microphone Setting''এর ঘরে ঠিক মার্ক দিয়ে রাখতে হবে। Microphone টিকমত setup হলে আপনি কথা বললে Microphone Bar এর নিচে সবুজ রংয়ের Blink উটানামা করবে।
Skype Menu Toolbar > Call > Audio Setting > Speaker ( আপনি অন্যের কথা না শুনলে) এর ডান দিকের এরো চিহ্নে click দিলে সেখানে কম্পিউটারে লাগানো আপনার Speaker/Head phone টির নাম দেখাবে, সেখানে থেকে Speaker/Head phone Select করে দিন। মনে রাখবেন ''Automatically Adjust Speaker Setting''এর ঘরে ঠিক মার্ক দিয়ে রাখতে হবে। পরে Speaker এর ডানদিকের সবুজ রংয়ের এরো চিহ্নে click দিলে sound play হবে এবংআপনি সেটা শুনতে পাবেন।
সবকিছু ঠিকটাক মত হয়ে গেলে Save দিয়ে বেরিয়ে আসুন।
আপনার Headset টি সঠিক জায়গামত computer এ connect করেন
Skype Menu Toolbar > Call > Audio Setting > Microphone (আপনার কথা অপরজন শুনতে না পেলে) এর ডান দিকের এরো চিহ্নে click দিলে সেখানে কম্পিউটারে লাগানো আপনার Microphone টির নাম দেখাবে, সেখানে থেকে Microphone Select করে দিন। মনে রাখবেন ''Automatically Adjust Microphone Setting''এর ঘরে ঠিক মার্ক দিয়ে রাখতে হবে। Microphone টিকমত setup হলে আপনি কথা বললে Microphone Bar এর নিচে সবুজ রংয়ের Blink উটানামা করবে।
সবকিছু ঠিকটাক মত হয়ে গেলে Save দিয়ে বেরিয়ে আসুন।
No comments:
Post a Comment