কম্পিউটারে যারা কাজ করে থাকেন তারা কোন না কোন ভাবেই কোন সমস্যার সম্মুখিন হয়ে থাকেন, মনে করেন আপনি windows 8 এ কাজ করতেছেন এক সময় কোন বড় সমস্যার কারনে আপনাকে windows Format এর মুখোমুখি হতে হচ্ছে তখন চিন্তা করতেছেন ডিভিডি সংগ্রহসহ নানা রকম ঝাক্কি ঝামেলা, না এ সবের দরকার নাই আপনি Windows8 এর Reset/Refresh অপশন ব্যবহার করে পুরো windows কে reinstall দিতে পারবেন।এই প্র্রক্রিয়া অনেকটা মোবাইল রিসেটিং করার মত। চলুন দেখা যাক কি ভাবে ধাপগুলো সম্পন্ন করা যায়ঃ-
To Refresh / Reset : Swipe(ডান দিকের কর্ণারে) Setting > Change Pc Setting > Recovery >
1. Remove everything and Reinstall windows / 2.Refresh your pc without Affecting your files
যে Drive এ windows Install আছে শুধু ঐ drive Format চইলে ''Only the drive where windows is installed'' এ Click দিন অথবা সবকটি Drive Format দিতে চাইলে ''All Drive'' এ Click দিন
(বলে রাখি যদি windows একদম নতুন অবস্থার মত পুরোপুরি রিসেট চান তাহলে 1 সিলেক্ট করুন এতে আপনার ব্যাক্তিগত ফাইলসহ সবকিছু ডিলেট হয়ে যাবে,আর 2 নং অপশন সিলেক্ট করলে windows reinstall হবে কিন্তু আপনার ব্যক্তিগত কোন ফাইল ডিলিট হবে না) > Get stearted > Next >
1.Just remove my file / 2.Full clean the drive
( 1 নং অপশনে C Drive পুরাপুরি Format হবেনা, 2 নং অপশনে পুরো C drive format হয়ে যাবে) > Reset.
এখন Next দিন, ব্যাস প্রক্রিয়া শুরু হয়ে এবং যাবে পরবর্তি নির্দেশাবলি ফলো করতে থাকুন....
পুরো Format এর ক্ষেত্রে ১৫ থেকে ২০ মনিট সময় লাগতে পারে
No comments:
Post a Comment