Welcome to SolutionTech24

Welcome to Our Blog "SolutionTech24". Please make a comment after reading the post. Thank you for visiting our blog. You're invited to next visit. Follow us on Facebook

Total Pageviews

Monday, September 15, 2014

সিস্টেম ফাইল চেকার বা SFC স্ক্যান

অনেক সময় বিভিন্ন ধরনের ভাইরাস দ্বারা windows এর গুরুত্বপূর্ণ protected ফাইলগুলি (.dll)  ডিলিট বা নষ্ট হয়ে যায়। এতে আপনার কম্পিউটারের বিভিন্ন এরর মেসেজসহ ভিন্ন ভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আপনি এ ধরনের কোন সমস্যায় উপনিত হলে আপনার কম্পিউটারকে সিস্টেম ফাইল চেকার (SFC) দিয়ে স্ক্যান করে দিলে SFC Scan আপনার নষ্ট হয়ে যাওয়া ফাইলগুলোকে Find out করে  অটোমেটিক Replace বা restore করে দিতে পারবে। কি ভাবে SFC স্ক্যান করতে হবে দেখে নিন -

Windows 7  :  Start > search box > type  CMD > Right click with CMD > Run as Administrator
তখন system 32 এর আণ্ডারে কমাণ্ড প্রোম্পট চালু হবে, সেখানে টাইপ করে sfc /scannow  এন্টার চাপুন। স্ক্যান শুরু হয়ে যাবে এবং কপ্লিট হতে আনুমানিক ১০/১৫ মিনিট লাগবে।



Windows XP : Strat > Run > type 'sfc /scannow' এবার এন্টার চাপুন।এন্টার চাপার সাথে সাথে আপনার Installation CD চাইবে, যে CD থেকে windows install দিয়েছে সেই CD সিডি রমে প্রবেশ করান এবং complete না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

No comments: