এখনকার দিনে আমাদের কম্পিউটারে নানান রকমের সফটওয়ার ইনস্টল করা হয়ে থাকে। পর্যাপ্ত র্যাম না থাকার কারণে এতে আমাদের পিসি কিছুটা স্লো হয়ে যায়, তাই আপনার হাতের কাছে যদি কোন ফ্লাস ড্রাইভ থাকে তাহলে আপনি সেটা ভার্চুয়াল র্যাম হিসাবে ব্যবহার করতে পারবেন।এতে আপনার কম্পিউটার আগে চেয়ে কিছুটা ফাস্টার হবে। চলুন দেখা যাক কি ভাবে ফ্লাস ড্রাইভকে র্যামে পরিণত করা যায়।
১) ফ্লাস মেমোরিকে পিসিতে লাগান ও সবকিছু ডিলিট করে দেন।
২) আপনার কম্পিউটারে রাইট ক্লিক করে প্রপারটিজ এ যান
৩) সেখানে Advance মেনুতে ক্লিক করেন
৪) তারপর Setting এ ক্লিক দিন
৫) Performance Option অপেন হবে,এখন Advance এ ক্লিক দেন
৬)এবার Virtual memory এর নিচে Change এ ক্লিক দেন
৭) তখন Virtual memory লিস্ট হতে আপনার ফ্লাশ ড্রাইভ সিলেক্ট দিন
৮)এবার Custom Size(Initial Size ও Maximum Size সমান দিন) এ আপনার চাহিদামত Size দিন। Size নির্ভর করবে আপনার ফ্লাশ ড্রাইভ এর Sizeএর উপর।
৯) Set বাটন এ ক্লিক দিন
১০) এবার OK দিয়ে বেরিয়ে আসুন
No comments:
Post a Comment