Welcome to SolutionTech24

Welcome to Our Blog "SolutionTech24". Please make a comment after reading the post. Thank you for visiting our blog. You're invited to next visit. Follow us on Facebook

Total Pageviews

Tuesday, September 9, 2014

বিভিন্ন এনড্রয়েড ডিভাইস ফোন বা ট্যাবলেট থেকে যে ভাবে প্রিন্ট দিবেন

এনড্রয়েড বিপ্লবের যুগে ফোন বা ট্যাবলেট  আমাদের নিত্যসঙ্গি হয়ে গেছে,  মাঝে মধ্যে আমাদেরকে কোন ফাইল, ফটো বা ডকুমেন্ট ইত্যাদি প্রিন্ট দিতে হয়। তাই কি ভাবে প্রিন্টের কাজটি করতে হয় নিচে দেয়া হলঃ-

প্রথমে আপনার ডিভাইসের ব্রাউজার Google Chrome এর উপরের ডানদিকে Setting অপশনে যান-
 সেখান থেকে show advance setting এ যান।
 সেখানে Google cloud print এর নিচে add printer এ ক্লিক করে আপনার প্রিন্টার সিলেক্ট দিন-


এখন Google plat store থেকে cloud print সফটওয়ারটি  Install  করুন। ইনস্টল হয়ে গেলে সফটওয়ারটি ওপেন করুন এবং আপনার gmail id দিয়ে প্রিন্টারটি add করুন।

এবার প্রিন্ট দেয়ার জন্য আপনার ফাইল ম্যানেজারে যান এবং নির্ধারিত ফাইলটি সিলেক্ট করে SHARE  করুন-

তখন প্রিন্ট pop up মেনু ওপেন হবে সেখান থেকে cloud print এ ক্লিক দিন-



সেখান থেকে click here to print এ ক্লিক দিলেই ফাইলটি প্রিন্ট হয়ে যাবে।


No comments: