অনেকে আমরা হয়ত জানিনা, আমরা যখন স্কাইপে কথোপকথন করি তখন একে অপরকে Computer এর Desktop Screen শেয়ার করে যে কোন কিছু দেখাতে পারি, যাকে Screen Sharing বলে। চলুন দেখা যাক কি ভাবে আমরা শেয়ার করবঃ-
যাকে স্ক্রিণ শেয়ার করবেন তার সাথে প্রথমে ভিডিও কল তৈরী করুন, তখন কল window এর নিচের প্লাস চিহ্নে ক্লিক করুন, তখন একটি পপ আপ মেনু অপেন হবে সেখানে Share Screen এ ক্লিক দিলে Start window অপেন হবে সেখানে Start এ ক্লিক দিলেই আপনার Desktop Screen Share হয়ে যাবে।
এখন শেয়ারিং Stop করতে চাইলে আবার প্লাস চিহ্নে Click করে Stop sharing এ Click দিন।
Computer এর Desktop এ যদি একের অধিক Window খোলা থাকে সে ক্ষেত্রে শেয়ারিং স্টার্ট হওয়ার সময় সবগুলি Window শো করবে, সেখান থেকে যে কোন একটি Select করে Start দিতে হবে।
No comments:
Post a Comment