Welcome to SolutionTech24

Welcome to Our Blog "SolutionTech24". Please make a comment after reading the post. Thank you for visiting our blog. You're invited to next visit. Follow us on Facebook

Total Pageviews

Saturday, August 30, 2014

এনড্রয়েড ফোনের র‌্যাম ফ্রি তে বাড়িয়ে নিন

 
আজকাল কমবেশী আমরা সবাই এনড্রয়েড  মোবাইল ফোন ব্যবহার করে থাকি, যে গুলোর কোন কোন টি তে যথেষ্ট পরিমান পর্যাপ্ত র‌্যাম থাকে না আর এ গুলোতে সাধারন কম্পিউটার বা ল্যাপটপ এর মত বাড়তি র‌্যাম বাড়ানোর তেমন কোন সুযোগ সুবিধাও থাকে না। তাই, আপনি চাইলে আপনার এনড্রয়েড ফোনের কিছুটা র‌্যাম বাড়িয়ে নিতে পারেন আর একটু র‌্যাম বাড়ানো মানে আপনার ফোনের পারফর্মমেন্স বা গতি একটু বাড়িয়ে নেয়া।এ জন্য  প্রথমে  আপনার ফোনটিকে রুট করে নিতে হবে এবং গুগল প্লে-ষ্টোর থেকে Application for swipe সফটওয়ারটি  ফোনে ইনস্টল দিতে হবে। ইনস্টল করার পর Active on boot swap বাটনে যান এবং Ext partition SD Card নির্বাচন করুন, এরপর File Dimension Swap in MB তে লিখে দিন কতখানি দরকার। তবে সাধারণত 256 MB এর উপর না দেয়াই ভাল।এবার সেইভ করে নেন। এবার আশাকরি নিশ্চয় র‌্যাম বেড়েছে এবং ফোনের কাজের গতিও বেড়েছে।

No comments: