আজকাল কমবেশী আমরা সবাই এনড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে থাকি, যে গুলোর কোন কোন টি তে যথেষ্ট পরিমান পর্যাপ্ত র্যাম থাকে না আর এ গুলোতে সাধারন কম্পিউটার বা ল্যাপটপ এর মত বাড়তি র্যাম বাড়ানোর তেমন কোন সুযোগ সুবিধাও থাকে না। তাই, আপনি চাইলে আপনার এনড্রয়েড ফোনের কিছুটা র্যাম বাড়িয়ে নিতে পারেন আর একটু র্যাম বাড়ানো মানে আপনার ফোনের পারফর্মমেন্স বা গতি একটু বাড়িয়ে নেয়া।এ জন্য প্রথমে আপনার ফোনটিকে রুট করে নিতে হবে এবং গুগল প্লে-ষ্টোর থেকে Application for swipe সফটওয়ারটি ফোনে ইনস্টল দিতে হবে। ইনস্টল করার পর Active on boot swap বাটনে যান এবং Ext partition SD Card নির্বাচন করুন, এরপর File Dimension Swap in MB তে লিখে দিন কতখানি দরকার। তবে সাধারণত 256 MB এর উপর না দেয়াই ভাল।এবার সেইভ করে নেন। এবার আশাকরি নিশ্চয় র্যাম বেড়েছে এবং ফোনের কাজের গতিও বেড়েছে।
No comments:
Post a Comment