ইনটারনেট থেকে কিছু ডাউনলোড করার সময় কিছু অনাকাঙ্খিত Virus আমাদের অসচেতনতার ভুলে আমাদের কম্পিউটারে প্রবেশ করে থাকে, সে গুলা সরাসরি আমাদের ব্রাউজারকে এ্যফেক্ট করে থাকে, ফলে আমাদের ব্রাউজারের ডিফল্ট লিংক সাথে সাথেই চেঞ্জ হয়ে যায়। ব্রাউজার অপেন করলেই ঐ Virus লিংক এ চলে যায় যা আমরা ম্যানুয়েলি চেঞ্জ করে দিলেও চেঞ্জ হয় না। এবার দেখা যাক আমাদের কম্পিউটার থেকে কি ভাবে ঐ ভাইরাস রিমুভ করবঃ-
প্রথমে এখান থেকে সফটওয়ার ডাউনলোড করুন।
তারপর ডাবল ক্লিক দিয়ে অপেন করুন ''Scan and Repair'' এ ক্লিক দিন, Scan and Repair Complete হলে ok দিন,
এবার সফটওয়ারটি স্ক্যান করে যে সব ইনফেক্টটেড ফাইল পাবে তার লিস্ট শো করবে, সেখানে নিচে ''Repair Selected Objects'' এ ক্লিক দিলে সব ইনফেক্টটেড ফাইল রিপেয়ারিং শুরু হবে
শেষ হলে পরে Ok দিন কম্পিউটার রিবুট হবে।
এবার এ্যাফেক্টেড ব্রাউজারটির প্রপারটিজ এ যান সেখানে Target Box এ এই "C:\Program Files\Mozilla Firefox\firefox.exe" অংশের পর যে লিংকটি থাকবে তা পুরাপুরি ডিলিট করে OK করে দিন। (অন্যান্য ব্রাউজার এর বেলায়ও ঠিক একই রকম ভাবে করতে হবে)
No comments:
Post a Comment