Welcome to SolutionTech24

Welcome to Our Blog "SolutionTech24". Please make a comment after reading the post. Thank you for visiting our blog. You're invited to next visit. Follow us on Facebook

Total Pageviews

Thursday, September 18, 2014

Temp, Prefetch, Recent এগুলো কি ধরণের ফাইল, কেন এই ফাইলগুলো ডিলিট দিতে হয়

আমরা  প্রতিদিন কম্পিউটারে নানা রকম কাজ করে থাকি যেমন এডিটিং, ডিজাইন  অনেকে আবার বিভিন্ন সফটওয়ার ইনস্টল বা আন ইনস্টল করে থাকেন নিয়মিত। এতে আমাদের কম্পিউটারের Temp, Prefetch ও Recent Folder এ অনেক  অপ্রয়োজনিয় কিছু ফাইল জমা হতে থাকে, যে গুলো আমাদের কমিউটারের গতিকে কিছুটা মন্থর করে দেয়, আমাদের কম্পিউটার যখন বুট হয় তখন এই অপ্রয়োজনীয় সব ফাইল গুলো নিয়ে বুট হতে অনেক সময় নেয়। তাই আমাদেরকে এই অপ্রয়োজনীয় ফাইল গুলো ডিলিট দিতে হয়। চলুন দেখা যাক এ গুলো সাধারণত কিএবং কি ভাবে এই ফাইল গুলি জমা হয়-
Temp:  Temp folder টি সাধারণত C/windows/tempএর ভিতর থাকে। কম্পিউটারের সকল টেম্পোরারি ফাইল এই ফোল্ডার এর ভিতর জমা হয়। ধরুন, আপনি যদি ইন্টারনেট হতে কোনকিছু আপনার কম্পিউটারে ইনস্টল দেন, তাহলে কম্পিউটার ঐ ফাইলটিকে প্রথমে Temp folder এর ভিতর কপি বা একসট্রেট করে সেখান থেকে ইনস্টল করে, ইনস্টল হয়ে গেলে ঐ ফাইল গুলি অপ্রয়োজনীয় হিসাবে Temp folder এ পড়ে থাকে, ঠিক এইভাবে ই- মেইল বা কোন কোন সাইট আপনি ভিজিট করেছেন বা যে কোন এডিটেবল ফাইল আমরা অটো-সেইভ এর মাধ্যমে রাখি যেমন Word file, .psd file  ইত্যাদি ঐ Temp Folder এর ভিতর জমা হয়ে থাকে।

Prefetch: C/Windows/Prefetch Folder উইণ্ডোজ এর System Folder এর একটি সাব ফোল্ডার। কম্পিউটার বুট হওয়ার সময় সকল ইনফরমেশন এই ফোল্ডার স্টোর করে রাখে।windows এর সকল Information যেমন কখন কি ধরণের প্রগ্রাম সাধারণত ওপেন করা হয়ে থাকে সে গুলো চিহ্নিত করে রাখে, পরবর্তিতে যখন কম্পিউটার পুনরায় স্টার্ট দেয়া হয় তখন কম্পিউটার ঐ ফোল্ডার হতে দৃুত সকল ইনফরমেশন পুনরায় সংগ্রহ করে থাকে। আপনি এটি ডিলিট দিয়ে দিলেও পরবর্তি স্টার্ট এর সময় windows সয়ংক্রিয় ভাবে এটি আবার ক্রিয়েট করে নেয়।

Recent: আপনি কম্পিউটারে কি কি ধরণের ফাইল, ছবি বা ডকুমেন্ট ওপেন করেছেন তা আপনি My recent documentএ দেখতে পাবেন।

No comments: