এক বন্ধুর কাছে গল্পের ছলে শুনেছিলাম
যে বিশ্বের সবচেয়ে দামী দামী ব্রাণ্ডের গাড়ি গুলি U.A.E এর পুলিশ ফোর্স ব্যবহার
করে থাকে। প্রথমে কিছুটা ইতস্থ হলেও পরে এর সত্যতা পেলাম নেট সার্চ করে, হ্যা ঠিকই U.A.E এর পুলিশ ফোর্স বিশ্বের দামী সব নতুন মডেলের সুপারকার তাদের ফোর্সে আপডেট করে থাকে। নিচে কয়েকটি দামী
সুপারকারের মডেলের নাম ও প্রাইস দেয়ার চেষ্টা করলাম।
২০১৪ সালে ব্যবহৃত সেরা সেরা ১০ সুপারকার
যেসব দেশ তাদের পুলিশ ফোর্সে সংগ্রহ করেছে তাদের মূল্য, মডেল ও ছবি নিম্নে দেয়া হলঃ-
তথ্য গুলো যে সাইট থেকে নেওয়া হয়েছে তার Link
No comments:
Post a Comment