Welcome to SolutionTech24

Welcome to Our Blog "SolutionTech24". Please make a comment after reading the post. Thank you for visiting our blog. You're invited to next visit. Follow us on Facebook

Total Pageviews

Thursday, June 5, 2014

বাংলাদেশী ডেভলাপারদের তৈরী এ্যাপ্লিকেশন "স্কাইপি" এর বিকল্প "লক্ষী"


বিশ্বের কোটি মানুষকে এক সুতায় গেঁথে দিয়েছে জনপ্রিয় ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনস্কাইপ। স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপে ইন্টারনেট থাকলে বন্ধুর সঙ্গে কথা বলা, ভিডিও কনফারেন্সিং করা এখন মুহূর্তের ব্যাপার মাত্র। তবে এবার আর স্কাইপনির্ভরতা নয়, বাংলাদেশি অ্যাপ্লিকেশন ডেভেলপাররাই বানাচ্ছে স্কাইপের বিকল্প। বাংলাদেশি কম্পানি র‌্যাশোনাল টেকনোলজিস বানিয়েছে লক্ষীনামে নতুন অ্যাপ্লিকেশন। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে বড় উৎসব ডিজিটাল ওয়ার্ল্ডেএ সেবা উন্মুক্ত করা হয়।
র‌্যাশোনাল টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক সাকিব চৌধুরী গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘স্কাইপের বিকল্প প্ল্যাটফর্ম তৈরির জন্য আমরা দুই বছর ধরে কাজ করে অবশেষে সফল হয়েছি। কিছুদিন ধরে এশিয়া ফাউন্ডেশন, আমেরিকান সেন্টার, ইউএসএআইডিসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরীক্ষামূলকভাবে এ অ্যাপ্লিকেশন ব্যবহার করেছে।
সাকিব চৌধুরী বলেন, ‘আমরা আশা করছি এটি স্কাইপের বিকল্প হবে। স্কাইপে কথা বলতে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হয়, ফ্রেন্ডলিস্টে না থাকলে কথা বলা যায় না। কিন্তু লক্ষীতে এসবের প্রয়োজন হবে না। সরাসরি https://lokkhi.io/ এই ওয়েব ঠিকানায় গিয়ে অডিও, ভিডিও কনফারেন্সিং করা যাবে। এ ছাড়া যেকোনো ধরনের ডকুমেন্ট, ভিডিও শেয়ারিংও করা যাবে মুহূর্তের মধ্যে, যা স্কাইপে সম্ভব নয়।

No comments: