যাদের কম্পিউটার স্টার্ট হতে অনেক সময় লাগেঃ
অনেকে আছেন যাদের কম্পিউটার বুট হতে অনেক সময় লাগে তাদের জন্য ছোট্র একটি সমাধান, এতে আশাকরি আগের থেকে অনেক কম সময় লাগবে বুট হতে:
প্রথমে Run এ যান msconfig লিখে এন্টার চাপুন নতুন একটা window open হবে সেখান থেকে
1) General > Selective Start up (ঠিক মার্ক) > Load System Service এ ঠিক মার্ক দিন।
2) Boot > Advance option > Number of Processor এর ঘরে ঠিক চিহ্ন দিন। এবার আপনাকে যা করতে হবে, আপনার কম্পিউটারটি যদি ডুয়েল কোর হয় তাহলে Number of Processor এর ঘরে ২ দিন, যদি কোর ৩ বা তার উপরে হয় তাহলে ৩/৪ দিন।
3) Service > Hide All Microsoft Service > Disaable All এ ক্লিক দিন।
তারপর ok দিয়ে বের হয়ে আসুন এবং কম্পিউটার রিস্টার্ট দিন।
No comments:
Post a Comment