এমন লোক হয়ত খুব কম পাওয়া যাবে যিনি কম্পিউটার ব্যবহার করেন আর ভাইরাসের সাথে পরিচিত হননি। যারা কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করেন তাদের কম্পিউটারে এন্টিভাইরাস ইনস্টল না থাকলে তারা কোন না কোন ভাবে ভাইরাস দ্বারা আক্রান্ত হন আর এটাই স্বাভাবিক। সাধারন ভাবে যে সব ভাইরাস দ্বারা আপনার কম্পিউটার আক্রান্ত হয় তাদের মাঝে উল্লেখযোগ্য হল রুট সেক্টর ভাইরাস, পর্টিশন টেবিল ভাইরাস, মিউটেটিং ভাইরাস,ওভাররাইটং ভাইরাস।
এ সব ভাইরাস দ্বারা আপনার কম্পিউটার আক্রান্ত হলেও কম্পিউটারের মারাত্তক কোন সমস্যা হয় না। প্রথম আলামত অবস্থায় ছোট ছোট সমস্যা সৃষ্টি হয় যে গুলো আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যেমন, আপনার কম্পিটারের গতি খুব ধিরগতি হয়ে যাবে, হর্ডিডিস্ক এর ফাকা জায়গার পরিমান কমে যেতে খাকবে এবং ড্রাইভ খুলতে অনেক সময় নিবে, মাঝে মাঝে কি বোর্ড ও মাউস ঠিকমত কাজ করবে না, গেইমস খেলতে গেলে হেং ও হয়ে যেতে পারে, হার্ডডিস্কএর বেড সেক্টর বেড়ে যেতে পারে, কোন কিছু করেতে গেলে হঠাৎ এরর মেসেজ দেখাবে, লেখার ফাইল বা ডকুমেন্ট এর তথ্য নষ্ট হয়ে যেতে পারে, র্যাম কম দেখাতে পারে, অপরিচিত এক্সটেনশনযুক্ত ফাইল দেখা যেতে পারে, ডিস্কের ভলিউম লেভেলও পরিবর্তন হয়ে যেতে পারে, সিডি-ডিভিডি রম ঠিকমত কাজ করতে না পারে, কোন কিছু সেইভ হতে প্রচুর সময় নিবে, অটোমেটিক কোন প্রগ্রাম স্টার্ট বা বন্ধ হয়ে যেতে পারে, কোন কারন ছাড়াই কম্পিউটার রিস্টর্ট বা বন্ধ হয়ে যাবে, রি স্টার্ট করতেও বেশী সময় লাগবে।
এইসব ভাইরাসের ঝুট ঝামেলা থেকে মুক্তি পেতে চাইলে আপনাকে আপনার কম্পিউটারে এন্টি ভাইরাস সফটওয়ার ইনস্টল দিতে হবে। তা ছাড়া আপনি যদি ইন্টার নেট ইউজ করেন তাহলে আপনাকে ইন্টানেট সিকিউরিটি সফটওয়ার ইনস্টল দিতে হবে। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের এন্টিভাইরাস ও ইন্টারনেট সিকিউরিটি পাওয়া যায়, যার মধ্যে ক্যাসপারসস্কি, নরর্টন, ম্যাকাফি উল্যেখযোগ্য। আক্রান্ত হওয়ার আগেই এগুলো পিসিতে ইনস্টল দেওয়া ভাল আর আক্রান্ত হয়ে গেলে ইনস্টল দিয়ে কম্পিউটারকে ভালভাবে স্ক্যান করে নিতে হবে।
No comments:
Post a Comment