Welcome to SolutionTech24

Welcome to Our Blog "SolutionTech24". Please make a comment after reading the post. Thank you for visiting our blog. You're invited to next visit. Follow us on Facebook

Total Pageviews

Saturday, September 6, 2014

অনলাইন সেবা থেকে যে ভাবে আপনার পাসপোর্ট করবেন

নতুন পাসপোর্ট বানানোর জন্য আমাদেরকে ফরম পূরণ করতে নিয়মিত পাসপোর্ট অফিসে যাতায়াত করতে হয়, তাও সেখানে আবার বিভিন্ন দালালদের খপ্পর, লম্বালাইন ও নানারকম অসুধিধা পোহাতে হয়। তাই পাসপোর্ট এর ফরম পূরণ এর কাজটি আপনি অনলাইন সেবা থেকে পেতে পারবেন। কি ভাবে অনলাইনে ফরম পূরণের নিয়ামাবলী নিম্নে দেওয়া হল:
১) www.dip.gov.bd/ এই ঠিকানায় যান
২) ওয়েবসাইট এর হোম পেইজ এ ক্লিক দেন এবং ডানদিকের সার্ভিস  এর নিচে  Apply on line from  এ ক্লিক করুন এবং সেখান থকে I have read the above the information... ঘরে টিক মার্ক দিয়ে continue to online enrollment এ ক্লিক করলে আপনার কাঙ্খিত ফরমটি আসবে সেখানে সম্পর্ণ সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।


৩) Passport Type অংশে সাধারণ নাগরিকদের জন্য ordinary সিলেক্ট করতে হবে।
৪) Delivery Type অংশে ৩০ দিনের জন্য হলে Regular এবং ১৫ দিনের জন্য হলে Express সিলেক্ট করতে হবে।
৫) এবার আপনার দেয়া প্রদত্ত ঠিকানায় আর একটি নতুন ফরম আসবে। এ ফরমটি পূরণ করতে হলে আগে থেকেই নির্ধারিত ব্যাংকে পাসপোর্টের জন্য ফি হিসাবে টাকা জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে। সেই রশিদ নম্বর দিয়ে এ ফরম পূরণ করতে হয়।
৬) আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রিন্ট নিয়ে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে জমা দিতে হবে।
৭) আবেদনপত্রটি ভেরিফিকেশন করে দায়িত্বরত কর্মকর্তা আবেদনপত্র যাচাই করে সিলসহ স্বাক্ষর করবেন।
৮) পাসপোর্ট অফিসেই খোলা আছে বেশ কয়েকটি বুথ। এসব বুথেই জমা দিতে হবে।
৯) আবেদনপত্রটি জমা দেওয়ার সময় পাসপোর্ট অফিসের দায়িত্বরত ব্যক্তি আপনার তথ্যগুলো কম্পিউটারে এন্ট্রি করে রাখবেন।
১০) এরপর তিনি আপনাকে একটি টোকেন দেবেন।
১১) টোকেনসহ আবেদনপত্রটি নিয়ে ছবি তোলার জন্য নির্ধারিত কর্মকর্তার কাছে যেতে হবে।
১২)  জাতীয় পরিচয়পত্রের জন্য যেভাবে ছবি তোলা হয়েছিল, এখানেও একইভাবে নির্দিষ্ট মাপের ছবি তোলা হবে।
১৩) ইলেকট্রনিক মেশিনে দুই হাতের আঙুলের ছাপ দিতে হবে।
১৪) এরপর নেওয়া হবে ইলেকট্রনিক স্বাক্ষর।
১৫) এই প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ আবেদনপত্রটি রেখে দিয়ে পাসপোর্ট সংগ্রহের জন্য আপনাকে একটি আলাদা ডকুমেন্ট দেবে। পাসপোর্ট সংগ্রহ করার তারিখও জানিয়ে দেবেন।
১৬) আবেদন ফরম জমা দেওয়ার সময় আবেদনকারীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। সংগ্রহ করার সময় নিজে না থাকলেও চলবে।
১৭) সাদা কাপড় পরে ছবি তোলা যাবে না।

অনলাইনে পাসপোর্ট চেকিং
নির্ধারিত ডেলিভারি তারিখে পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন কি না তা অনলাইনে জানতে পারবেন।

1 comment:

ARM ART MEDIA said...

very good system, helpful post.