Welcome to SolutionTech24

Welcome to Our Blog "SolutionTech24". Please make a comment after reading the post. Thank you for visiting our blog. You're invited to next visit. Follow us on Facebook

Total Pageviews

Sunday, October 5, 2014

Windows 10 Technical Preview is Great Surprise of Microsoft Corporation for New Generations

Some updates about Windows 10 for new generations:
  1. The event on September 30 announced the release of the Technical Preview of Windows 10 for laptops and desktops, often referred to as WTP, DP (Developer Preview) or CTP (Community Technology Previews). This is just over 3 years after Microsoft unveiled the first public beta build of Windows 8, known as Windows Developer Preview).
  2. Microsoft confirmed the rumors and announced its Windows insider program, starting October 1st, designed to keep early adopters up to date with the latest preview builds of Windows 10.
  3. Starting with Technical Preview for Laptops and Desktops, the previeiw build will extend to servers short after.
  4. The Technical Preview will end sharply on 15th April of next year, which conveniently leaves right off at....
  5. Microsoft's build 2015 conference next April, at which the company will talk more about Universal Apps and likely issue a Windows 10 release date.
Now I will show you some latest and best features of Windows 10.

Win-10 Tech Preview__Start Menu:


Win-10 Tech Preview__Product Family:


Win-10 Tech Preview__Everything Runs in a Window:



Win-10 Tech Preview__New Task View:


Win-10 Tech Preview__Multiple Virtual Desktop:


Win-10 Tech Preview__App Commands:


Win-10 Tech Preview__Use on a Tablet:



Finally, the company promises that Windows 10 will ship to consumers and enterprise "Later in the year" in 2015. 
To know more about Wtindow 10 watch this video:


Friday, October 3, 2014

Windows 7 becomes hang, when Copy/Paste some files/folders

Reason:  over loading of your PC...
Solution:-
1. uninstall the unwanted programmes
2. And do disk cleanup as jst follow
a) right click on the drive and select properties and choose middle option disc cleanup
b) in that select options like thumbnails , junkfiles , internet files, and some other temp fies and click ok and then delete
3. open Run and type in that %temp% and delete that all temparary files
4. and the same open Run type another command prefetch and delete all the temparary files
5. run SFC Scan
5. Then restart.

Tuesday, September 30, 2014

How to Use Flash memory as RAM

এখনকার দিনে আমাদের কম্পিউটারে নানান রকমের সফটওয়ার ইনস্টল করা হয়ে থাকে। পর্যাপ্ত র‌্যাম না থাকার কারণে এতে আমাদের পিসি কিছুটা স্লো হয়ে যায়, তাই আপনার হাতের কাছে যদি কোন ফ্লাস  ড্রাইভ থাকে তাহলে আপনি সেটা ভার্চুয়াল র‌্যাম হিসাবে  ব্যবহার করতে পারবেন।এতে আপনার কম্পিউটার আগে চেয়ে  কিছুটা ফাস্টার হবে। চলুন দেখা যাক কি ভাবে ফ্লাস  ড্রাইভকে র‌্যামে পরিণত করা যায়।

১) ফ্লাস মেমোরিকে পিসিতে লাগান ও সবকিছু  ডিলিট করে দেন।
২) আপনার কম্পিউটারে রাইট ক্লিক করে প্রপারটিজ এ যান

৩) সেখানে Advance মেনুতে ক্লিক করেন
৪) তারপর Setting এ ক্লিক দিন
 ৫) Performance Option অপেন হবে,এখন Advance এ ক্লিক দেন
 ৬)এবার Virtual memory এর  নিচে Change এ ক্লিক দেন
৭) তখন Virtual memory লিস্ট হতে আপনার ফ্লাশ ড্রাইভ সিলেক্ট দিন

৮)এবার Custom Size(Initial Size ও Maximum Size সমান  দিন) এ আপনার চাহিদামত Size দিন। Size নির্ভর করবে আপনার ফ্লাশ ড্রাইভ এর Sizeএর উপর।

৯) Set বাটন এ ক্লিক  দিন
১০) এবার OK দিয়ে বেরিয়ে আসুন

Apollo Hospital Dhaka - Adress Link

এ্যাপোলো হসপিটালস ঢাকায় আপনাকে স্বাগতম Apollo Hospital

Bangladesh Doctors & Medical Services Address Link

বাংলাদেশের সকল ডাক্তার, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনেস্টিক সেন্টার, ফার্মেছি ও মেডিকেল সরঞ্জামাদি ইত্যাদির ঠিকানা,ই-মেইল ও কন্টাক্ট নাম্বার নিয়ে গঠিত Doctors BD.com একটি সেবা মূলক ওয়েবসাইট। এখান থেকে আপনি মেডিকেল সেবা সমম্বিত সকল ধরণের তথ্যাবলি জানতে পারবেন।

 

How to Remove ''Kespersky Antivirus Software''

Solution:
Download Kavremover.
Reboot the computer in the Safemode
Run Kavremover.
Restart your computer in normal Windows mode after the utility completes. 



How to remove ''Browser Virus''

ইনটারনেট থেকে কিছু ডাউনলোড করার সময় কিছু অনাকাঙ্খিত Virus আমাদের অসচেতনতার ভুলে আমাদের কম্পিউটারে প্রবেশ করে থাকে, সে গুলা সরাসরি আমাদের ব্রাউজারকে এ্যফেক্ট করে থাকে, ফলে আমাদের ব্রাউজারের ডিফল্ট লিংক সাথে সাথেই চেঞ্জ হয়ে যায়। ব্রাউজার অপেন করলেই ঐ Virus লিংক  এ চলে যায় যা আমরা ম্যানুয়েলি  চেঞ্জ করে দিলেও  চেঞ্জ হয় না। এবার দেখা যাক আমাদের কম্পিউটার  থেকে কি ভাবে ঐ ভাইরাস রিমুভ করবঃ-
প্রথমে এখান থেকে সফটওয়ার ডাউনলোড করুন।
তারপর ডাবল ক্লিক দিয়ে অপেন করুন  ''Scan and Repair'' এ ক্লিক দিন, Scan and Repair  Complete হলে ok দিন, 


এবার সফটওয়ারটি স্ক্যান করে যে সব ইনফেক্টটেড  ফাইল পাবে তার  লিস্ট শো করবে, সেখানে নিচে ''Repair Selected Objects'' এ  ক্লিক দিলে সব  ইনফেক্টটেড  ফাইল রিপেয়ারিং শুরু হবে
 শেষ হলে পরে Ok দিন কম্পিউটার রিবুট হবে।  

এবার এ্যাফেক্টেড ব্রাউজারটির প্রপারটিজ এ যান সেখানে Target Box এ এই "C:\Program Files\Mozilla Firefox\firefox.exe"   অংশের পর যে লিংকটি থাকবে তা পুরাপুরি ডিলিট করে OK  করে দিন। (অন্যান্য ব্রাউজার এর বেলায়ও ঠিক একই রকম ভাবে করতে হবে)

Do you want to change the color scheme to improve performance?

Reasons: during multiplayer games.
Solution: To Disable the Message
1.Go to the Start Menu and type > Action Center on the Search box
2.Start it (it should be the top entry, under the "Control Panel" group)
3.On the left sidebar >  click Change Action Center settings
4.''Uncheck''  the Windows Troubleshooting check box > under "Maintenance Messages".
5.Then Ok to Exit

Monday, September 29, 2014

How to Remove (Pendrive/memorycard) Shortcut Virus

বিশেষ করে পেনড্রাইভ বা মেমোরিকার্ড বিভিন্ন কম্পিউটারে আদান প্রদানের ফলে আমাদের পেনড্রাইভ বা মেমোরিকার্ড  Shortcut Virus এর দ্বারা আক্রান্ত হয়। এত পেনড্রাইভ বা মেমোরিকার্ড এর সব folder গুলো shortcut এ  পরিনত হয়ে যায় এবং এদের Size 2KB প্রদর্শন করে। ডাবল ক্লিক দিলে আবার পুরো ফাইল দেখায়।  এই সমস্যাটিকে আমরা ছোট্র একটি software দ্বারা সমধান করতে পারি। Software টি  এখান থেকে ডাউনলোড করেন।
তারপর  ডাবল ক্লিক দিয়ে রান করেন, তারপর  ''Select Infected Folder'' এ ক্লিক করে আপনার পেনড্রাইভ বা মেমোরিকার্ড এর ইনফেকটেড folder সিলেক্ট করে ওকে করুন। এভাবে একে একে সব folder গুলো করুন পরে shortcut folder গুলো ডিলিট করে দিন।

How to 'Audio Setting' Setup in Skype

অনেক সময় আমাদের উভয় পক্ষের Microphone ঠিক  থাকা সত্বেও  আমরা Skype কারো কারো কথা কখনও শোনা যায় না, কোন কোন ক্ষেত্রে সেটা  Skype  এর Audio Setting এর কারনে হয়ে থাকে। সে ক্ষেত্রে  Audio Setting এ গিয়ে নির্দিষ্ট Microphone সেট করে দিলেই হয়ে যায়।এবার দেখা যাক  কি ভাবে Microphone সেট করে দিতে হয়ঃ-

আপনার Headset টি সঠিক জায়গামত computer এ connect করেন
Skype Menu Toolbar > Call  > Audio Setting > Microphone (আপনার কথা অপরজন শুনতে না পেলে) এর ডান দিকের এরো চিহ্নে click দিলে সেখানে কম্পিউটারে লাগানো আপনার Microphone টির নাম দেখাবে, সেখানে থেকে Microphone Select করে দিন। মনে রাখবেন ''Automatically Adjust Microphone Setting''এর ঘরে ঠিক মার্ক দিয়ে রাখতে হবে। Microphone টিকমত setup হলে আপনি কথা বললে Microphone Bar এর নিচে সবুজ রংয়ের Blink উটানামা করবে।


Skype Menu Toolbar > Call  > Audio Setting > Speaker ( আপনি অন্যের কথা না শুনলে) এর ডান দিকের এরো চিহ্নে click দিলে সেখানে কম্পিউটারে লাগানো আপনার Speaker/Head phone টির নাম দেখাবে, সেখানে থেকে Speaker/Head phone Select করে দিন। মনে রাখবেন ''Automatically Adjust Speaker Setting''এর ঘরে ঠিক মার্ক দিয়ে রাখতে হবে। পরে Speaker এর ডানদিকের সবুজ রংয়ের এরো চিহ্নে click দিলে sound play হবে এবংআপনি সেটা শুনতে পাবেন।
সবকিছু ঠিকটাক মত হয়ে গেলে Save দিয়ে বেরিয়ে আসুন।

How to share your desktop scereen to others by Skype

অনেকে আমরা হয়ত জানিনা, আমরা যখন স্কাইপে  কথোপকথন করি তখন একে অপরকে Computer এর Desktop Screen শেয়ার করে যে কোন কিছু দেখাতে পারি, যাকে Screen Sharing বলে। চলুন দেখা যাক কি ভাবে আমরা শেয়ার করবঃ-
যাকে স্ক্রিণ শেয়ার করবেন তার সাথে প্রথমে ভিডিও কল  তৈরী করুন, তখন কল window এর নিচের প্লাস চিহ্নে ক্লিক করুন, তখন একটি পপ আপ মেনু অপেন হবে সেখানে Share Screen এ ক্লিক দিলে Start window অপেন হবে সেখানে Start এ ক্লিক দিলেই  আপনার Desktop Screen Share হয়ে যাবে।


এখন শেয়ারিং Stop করতে চাইলে আবার প্লাস চিহ্নে  Click করে Stop sharing  এ Click দিন।


Computer এর Desktop  এ  যদি  একের অধিক Window খোলা থাকে সে ক্ষেত্রে শেয়ারিং স্টার্ট হওয়ার সময় সবগুলি Window  শো করবে, সেখান থেকে যে কোন একটি Select করে  Start দিতে হবে। 


Sunday, September 28, 2014

Mini Clip On line games

ছোট সোনামনিরা যারা ফ্লাস গেইম খেলতে খুব ভালবাসে তাদের  জন্য খুবই মজার কয়েকটি On line Mini Clip game sties:
http://www.friv.com/
https://games.yahoo.com/
http://www.miniclip.com/games/en
http://www.flashgames247.com/game/miniclip-games/
http://armorgames.com/
http://www.newgrounds.com/
http://www.freeonlinegames.com/
http://www.bgames.com/
তবে এদের মধ্যে www.friv.com/ খুবই সহজ সাইট টি খুবই জনপ্রিয়।

How Many Partition Support a HDD

Traditionally a MBR formatted HDD support four partition. Each partition called a Primary partition n one can used to create an extended/logical partition which can contains more Sub-partition.
The newer GPT disk format support more partition like 128 partition. These are all primary partition.


How to change Dynamic disk to Basic Disk

There is two way To change a dynamic disk back to a basic disk:
  1. Open the Disk Management > right-click each volume on the dynamic disk you want to convert to a basic disk, and then click Delete Volume for each volume on the disk.
  2. When all volumes on the disk have been deleted > right-click the disk, and then click Convert to Basic Disk.

     dynamic disk back to a basic disk using a command line

    1. Open a command prompt and type diskpart.
    2. At the DISKPART prompt, type list disk. Make note of the disk number you want to convert to basic.
    3. At the DISKPART prompt, type select disk <disknumber>.
    4. At the DISKPART prompt, type detail disk <disknumber>.
    5. For each volume on the disk, at the DISKPART prompt, type select volume= <volumenumber> and then type delete volume.
    6. At the DISKPART prompt, type select disk <disknumber>. Specify the disk number of the disk that you want to convert to a basic disk.
    7. At the DISKPART prompt, type convert basic.


      Then type 'exit' to close

Saturday, September 27, 2014

Forget the Password for Folder Lock

অনেক সময় আমরা Folder Lock লাগিয়ে তার Password ভুলে যাই। কি ভাবে ভুলে যাওয়া পাসওয়ার্ড  উদ্ধার করবঃ-
প্রথমে আমাদের কে ভুলে যাওয়া পাসওয়ার্ডটি রিমুভ করতে হবে, কি ভাবে করব নিচে দেখুন
প্রথমে Folder Lock Application টি বন্ধ করুন, তারপর
Control Panel > Folder Option > View Tab> (Tick Mark) Show hidden file and folder > (Uncheck) hide protected operating system file(recommended) > click Apply> Ok
এবং নিম্নের সব ফোল্ডার হতে "win_mpwd_sys.dat"এই পাসওয়ার্ড ফাইলটি ডিলিট দিতে হবে:
C:\ProgramData
C:\Users\Vortex\AppData\Local
"C:\Windows\" in windows X86 Or
"C:\Windows\SysWOW64" in windows x64
এবার পুনরায় Folder lock চালু করুন, তখন সেটি নতুন পাসওয়ার্ড চাইবে নতুন পাসওয়ার্ড দিন।

মনে রাখবেন পুরো প্রক্রিয়াটি হয়ে গেলে পুনরায় folder option এ গিয়ে  Do not Show hidden file and folder এ টিক মার্ক ও  hide protected operating system file(recommended)এ check mark  আগের মত দিয়ে রাখবেন।

Sunday, September 21, 2014

Photoshop for Android

Android এর জন্য Adobe Photoshop express, 38mb এর প্রফেশনাল Software টি Install করতে এখানে ক্লিক করুন


Reset/Refresh your Windows 8

কম্পিউটারে যারা কাজ করে থাকেন তারা কোন না কোন ভাবেই কোন সমস্যার সম্মুখিন হয়ে থাকেন, মনে করেন আপনি windows 8 এ কাজ করতেছেন এক সময় কোন বড় সমস্যার কারনে আপনাকে windows Format এর মুখোমুখি হতে হচ্ছে তখন চিন্তা করতেছেন ডিভিডি সংগ্রহসহ নানা রকম ঝাক্কি ঝামেলা, না এ সবের দরকার নাই আপনি Windows8 এর Reset/Refresh অপশন ব্যবহার করে পুরো windows কে reinstall দিতে পারবেন।এই  প্র্রক্রিয়া অনেকটা মোবাইল রিসেটিং করার মত। চলুন দেখা যাক কি ভাবে ধাপগুলো সম্পন্ন করা যায়ঃ-

To Refresh / Reset :  Swipe(ডান দিকের কর্ণারে) Setting > Change Pc Setting >  Recovery > 1. Remove everything and Reinstall windows / 2.Refresh your pc without Affecting your files

যে Drive এ windows Install আছে  শুধু ঐ drive Format চইলে ''Only the drive where windows is installed'' এ Click দিন অথবা সবকটি Drive Format দিতে চাইলে ''All Drive'' এ Click দিন


(বলে রাখি যদি windows একদম নতুন অবস্থার মত পুরোপুরি রিসেট চান তাহলে 1 সিলেক্ট করুন এতে  আপনার ব্যাক্তিগত ফাইলসহ  সবকিছু ডিলেট হয়ে যাবে,আর 2 নং অপশন সিলেক্ট করলে windows reinstall হবে কিন্তু আপনার ব্যক্তিগত কোন ফাইল ডিলিট হবে না)  > Get stearted > Next > 1.Just remove my file / 2.Full clean the drive

( 1 নং অপশনে C Drive পুরাপুরি Format হবেনা, 2 নং অপশনে পুরো C drive format হয়ে যাবে) > Reset.


এখন Next দিন, ব্যাস প্রক্রিয়া শুরু হয়ে এবং যাবে পরবর্তি নির্দেশাবলি ফলো করতে থাকুন....
পুরো Format এর ক্ষেত্রে ১৫ থেকে ২০ মনিট সময় লাগতে পারে

Create New Location on Android


এনড্রয়িড-এ New Location তৈরী করতে টেপ করুন  open_filters.png > Collection তখন ডানদিকে পুরা Exiting Feather শো করবে,  কোন আইটেম এ্যাড করতে add_stuff.PNG টেপ করুন, এবার Create Collection এ টেপ করুন তখন নিউ Window চালু হবে সেখানে পছন্দমত নাম দিয়ে Create এ টেপ করুন তখন New Collection তৈরী হয়ে যাবে এখন ইচ্ছামত ফাইল এ্যাড করুন।

Saturday, September 20, 2014

"Sign in to confirm your age'' YouTube Age Verification

অনেক সময় আমরা Google chrome দিয়ে youtube এ কিছু কিছু video open করতে গেলে open হয়না তখন Gmail দিয়ে Sign in করে আপনার বয়েসের সত্যতা বা Age verification দিতে হয়। Sign in দিলে YouTube আপনার সব details Gmail Account থেকে নিয়ে নেয়। 

এটা অনেক সময় আপনার Google chrome Browser এর Safety mode: ON থাকার কারনে Age verification করতে হয়। তাই আপনার ব্রাউজার এর Safety mode কি ভাবে OFF করবেন দেখে নিন:
আপনার Address Bar এ www.youtube.com টাইপ করে এন্টার দিন > এবার একদম নিচে দেখুন Safety: OFF করে Save দিন।




Make your Desktop Background with solid color

অনেকে আছেন যারা windowsএর Background এ কোন ধরণের Wallpaper রাখতে পছন্দ করেন না, তাই ঝটপট আপনার কম্পিউটারের Desktop Background আপনার পছন্দমত কোন এক কালারে পরিবর্তন করে নেনঃ-

Desktopএর কোন খালি জায়গায় Mouse এর রাইট বাটনে  ক্লিক করুন > Personalize > Desktop Background (নিচে) > Picture Location এ click > Solid color এখান থেকে যে কোন কালার select করে নিচে save change এ clik দিয়ে বের হয়ে আসুন।