Welcome to SolutionTech24

Welcome to Our Blog "SolutionTech24". Please make a comment after reading the post. Thank you for visiting our blog. You're invited to next visit. Follow us on Facebook

Total Pageviews

Saturday, August 30, 2014

এনড্রয়েড ফোনের র‌্যাম ফ্রি তে বাড়িয়ে নিন

 
আজকাল কমবেশী আমরা সবাই এনড্রয়েড  মোবাইল ফোন ব্যবহার করে থাকি, যে গুলোর কোন কোন টি তে যথেষ্ট পরিমান পর্যাপ্ত র‌্যাম থাকে না আর এ গুলোতে সাধারন কম্পিউটার বা ল্যাপটপ এর মত বাড়তি র‌্যাম বাড়ানোর তেমন কোন সুযোগ সুবিধাও থাকে না। তাই, আপনি চাইলে আপনার এনড্রয়েড ফোনের কিছুটা র‌্যাম বাড়িয়ে নিতে পারেন আর একটু র‌্যাম বাড়ানো মানে আপনার ফোনের পারফর্মমেন্স বা গতি একটু বাড়িয়ে নেয়া।এ জন্য  প্রথমে  আপনার ফোনটিকে রুট করে নিতে হবে এবং গুগল প্লে-ষ্টোর থেকে Application for swipe সফটওয়ারটি  ফোনে ইনস্টল দিতে হবে। ইনস্টল করার পর Active on boot swap বাটনে যান এবং Ext partition SD Card নির্বাচন করুন, এরপর File Dimension Swap in MB তে লিখে দিন কতখানি দরকার। তবে সাধারণত 256 MB এর উপর না দেয়াই ভাল।এবার সেইভ করে নেন। এবার আশাকরি নিশ্চয় র‌্যাম বেড়েছে এবং ফোনের কাজের গতিও বেড়েছে।

Thursday, August 28, 2014

কম্পিউটারে ভাইরাস

এমন লোক হয়ত খুব কম পাওয়া যাবে যিনি কম্পিউটার ব্যবহার করেন আর ভাইরাসের সাথে পরিচিত হননি। যারা কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করেন তাদের কম্পিউটারে এন্টিভাইরাস ইনস্টল না থাকলে তারা কোন না কোন ভাবে ভাইরাস দ্বারা আক্রান্ত হন আর এটাই স্বাভাবিক। সাধারন ভাবে যে সব ভাইরাস দ্বারা আপনার কম্পিউটার আক্রান্ত হয় তাদের মাঝে উল্লেখযোগ্য হল রুট সেক্টর ভাইরাস, পর্টিশন টেবিল ভাইরাস, মিউটেটিং ভাইরাস,ওভাররাইটং ভাইরাস। 
এ সব ভাইরাস দ্বারা আপনার কম্পিউটার আক্রান্ত হলেও কম্পিউটারের মারাত্তক  কোন সমস্যা হয় না। প্রথম আলামত অবস্থায় ছোট ছোট সমস্যা সৃষ্টি হয় যে গুলো আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যেমন, আপনার কম্পিটারের গতি খুব ধিরগতি হয়ে যাবে, হর্ডিডিস্ক এর ফাকা জায়গার পরিমান কমে যেতে খাকবে এবং ড্রাইভ খুলতে অনেক সময় নিবে, মাঝে মাঝে কি বোর্ড ও মাউস ঠিকমত কাজ করবে না, গেইমস খেলতে গেলে হেং ও হয়ে যেতে পারে, হার্ডডিস্কএর বেড সেক্টর বেড়ে যেতে পারে, কোন কিছু করেতে গেলে হঠাৎ এরর মেসেজ দেখাবে, লেখার ফাইল বা ডকুমেন্ট এর তথ্য নষ্ট হয়ে যেতে পারে, র‌্যাম কম দেখাতে পারে, অপরিচিত এক্সটেনশনযুক্ত ফাইল দেখা যেতে পারে, ডিস্কের ভলিউম লেভেলও পরিবর্তন হয়ে যেতে পারে, সিডি-ডিভিডি রম ঠিকমত কাজ করতে না পারে, কোন কিছু সেইভ হতে প্রচুর সময় নিবে, অটোমেটিক কোন প্রগ্রাম স্টার্ট বা বন্ধ হয়ে যেতে পারে,  কোন কারন ছাড়াই কম্পিউটার রিস্টর্ট বা বন্ধ হয়ে যাবে, রি স্টার্ট করতেও বেশী সময় লাগবে।
এইসব ভাইরাসের ঝুট ঝামেলা থেকে মুক্তি পেতে চাইলে আপনাকে আপনার কম্পিউটারে এন্টি ভাইরাস সফটওয়ার ইনস্টল দিতে হবে। তা ছাড়া আপনি যদি ইন্টার নেট ইউজ করেন তাহলে আপনাকে ইন্টানেট সিকিউরিটি সফটওয়ার ইনস্টল দিতে হবে। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের এন্টিভাইরাস ও ইন্টারনেট সিকিউরিটি পাওয়া যায়, যার মধ্যে ক্যাসপারসস্কি, নরর্টন, ম্যাকাফি উল্যেখযোগ্য। আক্রান্ত হওয়ার আগেই এগুলো পিসিতে ইনস্টল দেওয়া ভাল আর আক্রান্ত হয়ে গেলে ইনস্টল দিয়ে কম্পিউটারকে ভালভাবে স্ক্যান করে নিতে হবে।

Tuesday, August 26, 2014


যাদের কম্পিউটার স্টার্ট হতে অনেক সময় লাগেঃ

অনেকে আছেন যাদের কম্পিউটার বুট হতে অনেক সময় লাগে তাদের জন্য ছোট্র একটি সমাধান, এতে আশাকরি আগের থেকে অনেক কম সময় লাগবে বুট হতে:

প্রথমে Run এ যান msconfig লিখে এন্টার চাপুন নতুন একটা window open হবে সেখান থেকে 
1) General > Selective Start up (ঠিক মার্ক) > Load System Service এ  ঠিক মার্ক দিন।



2)  Boot > Advance option > Number of Processor এর ঘরে ঠিক চিহ্ন দিন। এবার আপনাকে যা করতে হবে, আপনার কম্পিউটারটি যদি ডুয়েল কোর হয় তাহলে Number of Processor এর ঘরে ২ দিন, যদি কোর ৩ বা তার উপরে হয় তাহলে ৩/৪ দিন।


3) Service > Hide All Microsoft Service > Disaable All  এ ক্লিক দিন।
 
তারপর ok দিয়ে বের হয়ে আসুন এবং কম্পিউটার রিস্টার্ট  দিন।