আমরা কম্পিউটারে কাজ করার সময় মাঝে মাঝে আমাদের স্ক্রিনের নিচে এই ম্যাসেজটি আসে যে 'Display driver stopped responding and has recovered'' তখন স্ক্রিন নীল হয়ে যাওয়া সহ কম্পিউটার রিস্টার্ট হয়ে যায় আবার কোন কোন ক্ষেত্রে রিস্টার্ট না হলেও হ্যাং হয়ে যাওয়া সহ কম্পিউটার স্লো হয়ে যায়।
আসলে প্রক্রিয়াটি আইডেন্টিফাই করা একটু জটিল বিধায় প্রথমে আপনাকে জানতে চেষ্টা করতে হবে কোন নির্দিষ্ট প্রগ্রাম চালু করলে প্রবলেমটি আসে কি না বা যে কোন প্রগ্রাম চালু করলেই হয় বা এক সাথে অনেক প্রগ্রাম চালু করলেই প্রবলেমটি আসে।
এখানে আপনাকে কিছু নির্দিষ্ট কারন দেয়া হল যা আপনাকে সমস্যা থেকে উত্তরণে সাহায্য করবে
১) যদি নির্দিষ্ট কোন প্রগ্রাম চালু করলেই এই প্রবলেমটি আসে তাহলে আপনাকে ঐ প্রগ্রামটি আনইনস্টল করে কম্পিউটার রিস্টার্ট দিয়ে পুনরায় ঐ প্রগ্রামটি ইনস্টল করুন
২) Microsoft Direct X ফাইল করাপ্ট হওয়ার কারনেও প্রবলেম হতে পারে তাই আপনার কম্পিউটারের Microsoft Direct X এর লেটেস্ট ফাইলটি ইনস্টল করুন
৩) কম্পিউটাররের বায়োস / চিপসেট ড্রাইভার আউটডেট হয়ে গেলেও প্রবলেম হতে পারে তাই লেটেস্ট চিপসেট ড্রাইভারটি ডাউনলোড করে ইনস্টল দিন
৪) কোন কোন ক্ষেত্রে উইন্ডোজ এর সার্ভিস প্যাক আপডেট এর প্রয়োজনেও হতে পারে তাই আপডেট সার্ভিস প্যাক ইনস্টল দিতে হবে
৫) বেশীরভাগ ক্ষেত্রে উইন্ডোজ এর রেজিস্ট্রি ফাইল/ সিস্টেম ফাইল করাপ্ট হওয়ার কারনেও হয়ে থাকে, তাই CCleaner বা অন্যান্য কোন রেজিষ্ট্রি ফাইল ক্লিনার দিয়ে রেজিস্ট্রি ক্লিন করতে হবে
৬) কম্পিউটারের গ্রাফিক্স কার্ডের ড্রাইভার সফটওয়ারটির আপডেট সফটওয়ার ইনস্টল দিতে হবে
৭) মাঝে মাঝে সিপিউ বা জিপিউ এর অতিরিক্ত তাপমাত্রা সৃষ্টির কারনেও হতে পারে তাই বায়োসে গিয়ে কম্পিউটারের সিপিউ টেম্পারেচার দেখে নিন। সাধারণত ৪০-৫০ ডিগ্রি সে: সেইফ টেম্পারেচার ধরে নেয়া হয়।( সে ক্ষেত্রেে এক সাথে দুই/তিনটি প্রগ্রাম অপেন করে দেখতে পারেন)
উপরোক্ত কারণগুলোর যে কোনটি দ্বারা কম্পিউটার এফেক্টেড হতে পারে তাই নির্দিষ্ট কারনটি সনাক্ত করতে পারলে সলিউশনের কাজটি সহজতর হবে।
No comments:
Post a Comment