Welcome to SolutionTech24

Welcome to Our Blog "SolutionTech24". Please make a comment after reading the post. Thank you for visiting our blog. You're invited to next visit. Follow us on Facebook

Total Pageviews

Tuesday, May 10, 2022

পুলিশ ক্লিয়ারেন্সের সহজ ধাপসমূহ

 পুলিশ ক্লিয়ারেন্স করতে যা যা লাগবে:


1. পাসপোর্ট সাইজ ছবি স্ক্যান কপি

2. পাসপোর্ট স্ক্যান কপি (সত্যায়িত)

3. NID স্ক্যান কপি (সত্যায়িত)

4. চেয়ারম্যান সার্টিফিকেট স্ক্যান কপি

5. বার্থ সার্টিফিকেট স্ক্যান কপি (সত্যায়িত)

6. বিকাশে /রোকেট/ যেকোনো ধরনের ব্যাংক কার্ড টাকা অথবা সোনালি ব্যাংকে ৫০০ টাকার চালান জমা করতে হবে।


Step 1

সবগুলো ডকুমেন্টস 200kb এর ভিতরে প্রতিটি ফাইল সাইজ করে নিবেন এবং pdf করবেন।


Step 2

Link

এই লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করুন। ফোন নম্বর দিয়ে আইডি ওপেন করবেন.


Step 3


আপনার মোবাইল নম্বরটি একটিভ করার জন্য ২৬৯৬৯ নম্বরে PCC AV লিখে একটি কোড দিবে সেটি লিখবেন এবং সেন্ড করবেন তারপর আপনার আইডিটি সচল হবে।


Step 4


আইডি login করুন।

Apply তে ক্লিক করুন।

Purpose এ Go abroad ক্লিক করুন।

যে দেশের জন্য পুলিশ ক্লিয়ারেন্স করবেন ঐ দেশ সিলেক্ট করুন।

আপনার Personal Information দিন। যেভাবে পাসপোর্ট এ দেয়া আছে।


Save and next ক্লিক করুন।


Step 5


Emergency Contact এ আপনার পাসপোর্টে যে ঠিকানা দেয়া আছে ঐটা দিন।

Permanent Address এ আপনার স্থায়ী ঠিকানা দিন যেটা পাসপোর্টে দেয়া আছে।

Present Address এ আপনার বর্তমান ঠিকানা দিন।

Delivery type: by hand এবং delivery from থানা অথবা SP office দিতে পারেন।

Save and next ক্লিক করুন।


Step 6

Documents আপলোড করুন NID, Birth, Chairman Certificate, Passport

Save and next ক্লিক করুন।


Step 7


এবার সব কিছু মিলিয়ে দেখে নিন ঠিক আছে কিনা। বানান এবং পাসপোর্ট নম্বর।

সব কিছু ঠিক থাকলে final submit ক্লিক করে confirm করুন।


Step 8


এবার payment করবেন।

Click Here to pay তে ক্লিক করুন এবং ই-চালান এর ওয়েবপেইজে নিয়ে যাবে।

scroll করে নিচে গেলেই "পরিশোধ" আইকন দেখতে পারবেন ঐটাতে ক্লিক করুন।

mobile banking সিলেক্ট করে bkash অথবা Nagad দ্বারা payment করুন। পরে চালানটি ডাউনলোড করে save করে রাখুন।

মনে রাখবেন!

চালান অনলাইনে শো না করা অব্দি জমা দেয়া যাবে না। সাধারণত পরের দিন চালান অনলাইনে শো করে।

apply করার এবং পেমেন্ট করার পরের দিন ১২টার পর চালানটি অনলাইনে শো করবে।


Step 9


এবার আপনার কাজ হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এর ওয়েবসাইটে আইডি login করুন।

My account এ ক্লিক করুন এবং নিচে pending for payment এ ক্লিক করুন । আপনি যে এপ্লিকেশন করেছেন তা নিচে দেখতে পারবেন এবং বাম সাইডে payment আইকনে ক্লিক করুন।

Upload চালনে ক্লিক করুন।

ব্যাংক details চালানের মধ্যে পেয়ে যাবেন। ব্যাংকের নাম, ব্রাঞ্চ এবং চালান নম্বর দিন। check বাটনে ক্লিক করুন। আপনার নাম show করবে।

ডান দিকে upload এর option আছে। ঐখানে চালান ডাউনলোড করে যে রাখছিলেন ওটা আপলোড করেন এবং সাবমিট করেন।

--------------------------------------

কাজ শেষ।

এবার পেমেন্ট রিসিভ হবে এবং অন্যান্য কার্য অটো হবে। আপনার কিছু করা লাগবে না বা থানায় যাওয়া লাগবে না।

টোটাল current status এ ১০টি প্রসেস থাকে। যখন দেখবেন ৯ নম্বর স্টেপ চলে আসছে তখন থানায় পাসপোর্ট কপি নিয়ে গেলেই আপনার পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দিবে।


No comments: