সাধারণত আমরা জানি যে, windows7 এর মোট ছয়টি পার্থক্যশীল ভার্সন আমাদের মাঝে প্রচলিত রয়েছে যা হল:- windows7 Starter, windows7 Home Basic, windows7 Home Premium, windows7 Enterprise windows7 Professional, windows7 Ultimate তন্মধ্যে windows7 Starter ও windows7 Home Basic এ সবধরনের প্রয়োজনীয় ফিচার না থাকায় এর তেমন একটা ব্যবহার না হলেও বাকি ভার্সনগুলো আমরা সবাই কোন না কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি।
এবার দেখা যাক পার্থক্য মতে Home Premium ভার্সনটি ডিজাইন করা হয়েছে বিশেষ করে হোম ইউজারদের জন্য, আর Professional ভার্সনটি তৈরি করা হয়েছে যারা প্রফেশনালি কাজ করেন তাদের জন্য এই ভার্সনটিতে আপনি Windows এর সকল Advance Feather যেমন Remote Desktop, Location wise Printing, Domain Join, Group Policy contriol, Remote Desktop Host, Advance Backup ইত্যাদি সুবিধা পাবেন, আর Windows7 Ultimate ভার্সন এ ব্যবহারকারিরা Windows7 এ বিদ্যমান সবধরনের ফিচারসহ Bit Locker, Bit Locker to go, App Locker, Direct Access, BranchCache and MUI Language Pack ইত্যাদি বিদ্যমান।
No comments:
Post a Comment