Welcome to SolutionTech24

Welcome to Our Blog "SolutionTech24". Please make a comment after reading the post. Thank you for visiting our blog. You're invited to next visit. Follow us on Facebook

Total Pageviews

Thursday, June 5, 2014

বাংলাদেশী ডেভলাপারদের তৈরী এ্যাপ্লিকেশন "স্কাইপি" এর বিকল্প "লক্ষী"


বিশ্বের কোটি মানুষকে এক সুতায় গেঁথে দিয়েছে জনপ্রিয় ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনস্কাইপ। স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপে ইন্টারনেট থাকলে বন্ধুর সঙ্গে কথা বলা, ভিডিও কনফারেন্সিং করা এখন মুহূর্তের ব্যাপার মাত্র। তবে এবার আর স্কাইপনির্ভরতা নয়, বাংলাদেশি অ্যাপ্লিকেশন ডেভেলপাররাই বানাচ্ছে স্কাইপের বিকল্প। বাংলাদেশি কম্পানি র‌্যাশোনাল টেকনোলজিস বানিয়েছে লক্ষীনামে নতুন অ্যাপ্লিকেশন। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে বড় উৎসব ডিজিটাল ওয়ার্ল্ডেএ সেবা উন্মুক্ত করা হয়।
র‌্যাশোনাল টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক সাকিব চৌধুরী গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘স্কাইপের বিকল্প প্ল্যাটফর্ম তৈরির জন্য আমরা দুই বছর ধরে কাজ করে অবশেষে সফল হয়েছি। কিছুদিন ধরে এশিয়া ফাউন্ডেশন, আমেরিকান সেন্টার, ইউএসএআইডিসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরীক্ষামূলকভাবে এ অ্যাপ্লিকেশন ব্যবহার করেছে।
সাকিব চৌধুরী বলেন, ‘আমরা আশা করছি এটি স্কাইপের বিকল্প হবে। স্কাইপে কথা বলতে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হয়, ফ্রেন্ডলিস্টে না থাকলে কথা বলা যায় না। কিন্তু লক্ষীতে এসবের প্রয়োজন হবে না। সরাসরি https://lokkhi.io/ এই ওয়েব ঠিকানায় গিয়ে অডিও, ভিডিও কনফারেন্সিং করা যাবে। এ ছাড়া যেকোনো ধরনের ডকুমেন্ট, ভিডিও শেয়ারিংও করা যাবে মুহূর্তের মধ্যে, যা স্কাইপে সম্ভব নয়।

Mobile Application Site

বর্তমানে Smart Phone এর জনপ্রিয়তায় কারনে নানারকম গান, ওয়ালপেপার, রিংটোন, গেইম, এ্যাপ্লিকেশনস ইত্যাদির জন্য আমরা ওয়েব সাইটে সবসময় খোজাখোজি করে করে থাকি। এইসব খোজাখোজির অনেকটা সমাধান দিবে ন্মিনলিখিত সাইট দুটি, সেখানে আপনারা Symbian ও Android এর সকল download সমাধান পাবেন। এখানে Link mobiles24 mobile9

Skype Call Recorder (Audio/Video)

অনেক সময় আমাদেরকে বিশেষ  প্রয়োজনে skype এর call record করতে হয়। সে ক্ষেত্রে আমরা audio/video উভয় কলই Record  করতে পারব। চলুন দেখা যাক কি ভাবে আমরা অতি গুরুত্তপূর্ণ কাজটি ছোট্ট একটি Software এর সাহায্যে কি ভাবে করা যায়। এ জন্য আপনাকে  নামের এই software টি download করতে হবে। Download link 


FACEBOOK Fake ID Tracing:

বিশেষ করে ফেইছবুকে এখনকার সময়ে অনেক ফেইক আইডি হয়ে গেছে, কে? কখন? কি ভাবে? কোথা হতে? আপনাকে ফেইক আইডি দিয়ে বিভ্রান্ত করছে তা কিছুটা না হলেও চিহ্নিত করতে পারবেন IP Tracing  এর মাধ্যমে। চলুন দেখা যাক কি ভাবে ফেইছবুকে ফেইক আইডিকে ট্রেস করতে হয়।  প্রথমে আপনাকে ঐ ফেইক আইডি ব্যবহারকারীকে চ্যাট এ ইনবাইট করতে হবে, চ্যাট অন অবস্থায় এবং সাথে সাথে আপনাকে আপনার কম্পিটার এর
‘Command Prompt‘  এ যেতে হবে (Start >Run>cmd)। মনে রাখতে হবে শুধু ফেইছবুক Open রেখে বাকি সকল ব্রাউজার বন্ধ রাখতে হবে এবং যতটা সম্ভব ব্রাউজারের সকল Cache ও History ডিলিট করে দিতে হবে। তারপর command promt এ গিয়ে লিখতে হবে netstat -an, তখন সেখানে Stablished হয়ে যাওয়া সকল IP Address দেখতে পাবেন এবং সেই সকল IP Address গুলোকে নোট করে নিবেন।

পরবর্তি পদক্ষেপ হলো IP Address গুলো দিয়ে ফেইক ইউজারকে Trace করা এ জন্য আপনাকে IP Tracer Link (Link Here) ইউজ করতে হবে এবং সখোনে  Click for big IP address location image এ ক্লিক দিয়ে ''lookup IP or Host  Box এ
আইপি এড্রসকে Paste করে Search দিলেই প্রদত্ত ইউজারের সকল details ও map চলে আসবে। সেখান থেকে আপনি প্রয়োজনবোধে zoom করে সকল তথ্য পেতে পারেন।
Screen Short



Other netstat commands:
-a Displays all connections and listening ports.
-e Displays Ethernet statistics. This may be combined with the -s option.
-n Displays addresses and port numbers in numerical form.
-p proto Shows connections for the protocol specified by proto; proto may be TCP or UDP.
-s option to display per-protocol statistics, proto may be TCP, UDP, or IP.
-r Displays the routing table.
-s Displays per-protocol statistics. By default, statistics are shown for TCP, UDP and IP; the
-p option may be used to specify a subset of the default.